মুনাফা (Profit)
এই যে এখানে নির্দিষ্ট টাকার বাহিরে যে টাকাটা ব্যাংক দিবে সেটাই হচ্ছে মুনাফা।আবার আপনি যদি ব্যবসা করেন ব্যবসায় যত টাকা খাটাবেন তার বাহিরে যে টাকাগুলা আসবে ওগুলো কিন্তু মুনাফা।তাহলে এই মুনাফার জন্য প্রথমে আপনাকে কিছু বিনিয়োগ করতে হবে।এই বিনিয়োগকৃত টাকা থেকে আপনি সাথে সাথে কোন মুনাফা পাবেন না।মুনাফা পেতে হলে আপনাকে কিছু সময় ধৈর্য ধরতে হবে অথবা একটা নির্দিষ্ট দিতে হবে।
তাহলে দেখা যাচ্ছে যে মুনাফা পেতে হলে আমাদেরকে নির্দিষ্ট টাকা বিনিয়োগ করতে হবে সময় দিতে হবে তাহলেই আমরা মুনাফা পাবো।
উদাহরণঃ আপনি পাঁচ হাজার টাকা ব্যাংকে ৩ বছরের জন্য জমা রাখলেন, তিন বছর পরে ব্যাংক আপনাকে পাঁচ হাজার টাকার সাথে আরো অতিরিক্ত কিছু টাকা দিবে এই অতিরিক্ত টাকাটাই হচ্ছে মুনাফা।
মুনাফা দুই ধরনেরঃ
১। সরল মুনাফা(Simple profit)।
২।চক্রবৃদ্ধি মুনাফা(Compound profit)।
সরল মুনাফা(Simple profit): বছরের শুরুতে যে টাকা জমা রাখা হয়েছে সে টাকার উপর যে মুনাফা দেওয়া হয় সেটাই হচ্ছে সরল মুনাফা।
জনাব করিম ব্যাংকে ২০০০০ টাকা ২ বছরের জন্য জমা রাখলেন। ২ বছর পর গিয়ে দেখলেন তার মোট টাকার পরিমান ২০৭০০ টাকা।
তাহলে অতিরিক্ত=২০৭০০ টাকা-২০০০০ টাকা=৭০০ টাকা
এই যে অতিরিক্ত ৭০০ টাকা ব্যাংক তাকে দিয়েছে এটাই হচ্ছে মুনাফা।
২০০০ টাকার ২ বছরের মুনাফা ৭০০ টাকা
২০০০ টাকার ১ বছরের মুনাফা (৭০০÷২)টাকা
=৩৫০ টাকা
প্রতি বছর ২০০০ টাকার মুনাফা ৩৫০টাকা
তাহলে প্রতিশতে অর্থাৎ ১০০ টাকার ১ বছরে যে মুনাফা পাওয়া যায় তাই মুনাফার হার।
১টাকার ১ বছরে মুনাফা=(৩৫০÷২০০০)টাকা
=০.১৭৫টাকা
১০০টাকার ১ বছরে মুনাফা=(০.১৭৫✖১০০)টাকা
=১৭.৫টাকা
সুতরাং মুনাফার হার=১৭.৫%
এখানে আমরা শুধু সরল মুনাফা নিয়ে আলোচনা করব-
সরল মুনাফা নির্ণয়ের সূত্র হলো -
মুনাফা =মূলধন X সময় ✖ মুনাফার হার।
মুনাফা- Interest/Profit
মূলধন- Principal
সময়-Time
মুনাফার হার-Rate of interest
মুনাফা আসল বলতে আমরা মুনাফা এবং আসল দুইটাকে একত্রে করলে যা পাই তাকেই বুঝি ।
অর্থাৎ মুনাফা- আসল(Total Amount)= মুনাফা +আসল ।
মুনাফা আসলকে সমৃদ্ধি মূলধনও বলা হয়।
তাহলে সূত্রটি কে আমরা এভাবে প্রকাশ করতে পারি:
I=prn
A=P+I=P+ Prn=P(১+r)
তাহলে জনাব করিমের ক্ষেত্রে,
মুনাফা I =৭০০টাকা।
মূলধন P=২০০০০ টাকা।
সময় n= ২ বছর।
মুনাফার হার r=১৭.৫%
মুনাফা- আসল A=P+I=(২০০০+৭০০)টাকা=২০৭০০টাকা।
আমরা আরও উদাহরণের সাহায্যে মুনাফাকে উপস্থাপন করতে পারি-
প্রশ্নঃ৪০০০ টাকার ৪ বছরের মুনাফা ১৬০০ টাকা হলে মুনাফার হার কত ?
এখানে, মূলধনP= ৪০০০ টাকা
সময় n=৪বছর
মুনাফা I= ১৬০০ টাকা
মুনাফার
হার r= কত?
প্রশ্নঃ বার্ষিক ১০% মুনাফায় ৪ বছরে ১০০০০ টাকার মুনাফা কত হবে?
১০০ টাকার ১ বছরের মুনাফা ১২ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা (১২÷১০০) টাকা
=০.১২ টাকা
১০০০০ টাকার ৪ বছরের মুনাফা(০.১২✖৪✖১০০০০)টাকা
=৪৮০০টাকা।
সুতরাং ৪৮০০ মুনাফা টাকা ।
চর্চা করার জন্য আরো প্রশ্ন-
১/বার্ষিক ১০.৫% মুনাফায় ৩ বছরে ১২০০০ টাকার মুনাফা কত হবে?
২/বার্ষিক ৯% মুনাফায় ৮ বছরে ১৫০০০ টাকার মুনাফা কত হবে?৩/মি. আবির বার্ষিক ১০% মুনাফায় ৪ বছরের জন্য কিছু টাকা ব্যাংক এ জমা রেখে ৮০০০ টাকা মুনাফা পেলেন,তিনি কত জমা রেখেছিলেন?
মন্তব্যসমূহ