আনারস (Pineapple)

আনারস (Pineapple) আনারসের পরিচয়: আনারস যা ইংরেজিতে "Pineapple" নামে পরিচিত।এর বৈজ্ঞানিক নাম: Ananas comosus.আনারস একটি গ্রীষ্মকালীন ফল, যার গা বাদামি রঙের, মোটা ও কাঁটাযুক্ত খোসা এবং ভিতরে হলুদ রঙের রসালো অংশ থাকে। এটি মিষ্টি ও টক স্বাদের হয়ে থাকে। আনারসের উৎপত্তি: আনারস ( Ananas comosus) একটি গ্রীষ্মমণ্ডলীয় রসালো ফল। আনারসের আদি জন্মভূমি দক্ষিণ আমেরিকা। বিশেষ করে ব্রাজিল ওপ্যারাগুয়েতে এর উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। প্রায় ২০০০ বছর আগে স্থানীয় আদিবাসীরা এটি প্রথম চাষ শুরু করে। পরবর্তীতে আনারসের স্বাদ এবং গুণাবলী দেখে ক্রিস্টোফার কলম্বাস ১৪৯৩ সালে আমেরিকা থেকে আনারস ইউরোপে নিয়ে যান। আনারস মূলত দক্ষিণ আমেরিকার এই দুটি অঞ্চলের স্থানীয় ফল। বর্তমানে বিশ্বের বিভিন্ন গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এর ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। আনারস গাছের পরিচয়: আনারস (Pineapple) একটি রসালো, মিষ্টি ও পুষ্টিকর ফল যা Ananas comosus নামে পরিচিত। এটি একটি গ্রীষ্মপ্রধান অঞ্চলের বহুবর্ষজীবী উদ্ভিদ। আনারস গাছ ছোট আকৃতির, যার পাতা লম্বা, ধারালো ও খাঁজকাটা। মাটির কাছাকাছি থেকে একটি মাত্র ফুলের কা...